COVID-19 ভাইরাসের আতঙ্কিত না হয়ে নিজে সচেতন হই অন্যকে সচেতন করি .লোকজনের সমাগম এড়িয়ে চলি | ঘন ঘন দুই হাত সাবান দিয়ে পরিষ্কার করি।


নোটিশ :COVID-19 ভাইরাসের আতঙ্কিত না হয়ে নিজে সচেতন হই অন্যকে সচেতন করি .লোকজনের সমাগম এড়িয়ে চলি | ঘন ঘন দুই হাত সাবান দিয়ে পরিষ্কার করি।আরো ভালোভাবে জানতে আমাদের ফেইসবুক পেজ এ যান। এখানে ক্লিক করুন=>

Wednesday, June 20, 2018

Airtel সিম এ 2GB ইন্টারনেট নিয়ে নিন একদম ফ্রিতে!!

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?, আশা করি ভালো আছেন। ALLINONEJZ সাথে থাকলে অবশ্যই ভালো থাকবেন।
আজকে দেখাবো কিভাবে Airtel সিমে ২ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিবেন।
প্রথমে আপনাকে কিছু এমবি খরচ করতে হবে। My Airtel App টি ইন্সটল করে নিন My Airtel । ইন্সটল হয়ে গেলে যে সিমে ইন্টারনেট নিবেন, ডাটা কানেকশন ঐ সিমে দিয়ে App টি ওপেন করুন।
Skip এ ক্লিক করুন।
তারপ এরকম আসলে ১০ সেকেন্ড সময় নিবে, তারপর আরেকটি পেজ এ চলে যাবে। সেখানে আপনার নাম টি দিয়ে Submit এ ক্লিক করুন।
এরকম আসবে, এবং আপনার ইন্টারনেট ১ মিনিটের মধ্যেই চলে আসবে।
Proof :
1GB Anyuse (মেয়াদ : ২ দিন)
1GB Airtel iFlix (মেয়াদ : ৫ দিন)
আইফ্লিক্স এর ইন্টারনেট

এই

 সিস্টেমে চালাতে পারবেন।
ভুল-ত্রুটি হলে ক্ষমা করবেন।
ধন্যবাদ। 🙂
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment