

আশা করি সবাই ভালো আছেন।




অনেক দিন পর আবার একটা পোস্ট করতেছি। অনেক দিন কোন পোস্ট করতে পারিনি কারন ট্রিকবিডি টিম আমাকে ১৫ দিনের জন্য ট্রেইনার পদ স্থগিত করেছিল।
Notification:
সম্মানিত ALLINONEJZ ট্রেইনার, ALLINONEJZ নিয়মে বাইরে পোস্ট করার কারনে, আপনার ট্রেইনার পদ 15 দিনের জন্য স্থগিত করা হয়েছে। আমরা চেষ্টা করি সাইটের পরিবেশ কে সুন্দর ও শিক্ষনীয় রাখতে, সেজন্য আমাদের ইচ্ছার বিরুদ্ধেও কিছু একশন নিতে হয় সাইটের ভালো এর কথা চিন্তা করে। আশা করি পরবর্তীতে এই ধরনের ভুল না করে সাইটের নিয়ম মেনে সাইটের শিক্ষনীয় পরিবেশ বজায় রাখতে এগিয়ে আসবেন। ~ ALLINONEJZ সাপোর্ট। 


আমার এই পোস্টীর জন্য 

এবার RingID অ্যাপ থেকে আনলিমিটেড রেফার করে আয় করুন। নতুন আপডেট সবাই আয় করতে পারবেন


তারপর থেকে আর ALLINONEJZ আসিনি।

আমার অনেক রাগ হয়েছিল।



আজ ALLINONEJZ তে আবার আসলাম আর ALLINONEJZ যেই অবস্তা আর কি বলব যাই হোক।


আপনাকে play store নিয়ে যাবে। তারপর sing in করলেই একটা copun code আসবে এরপর Apply copun এ কিক্লি করলেই ফ্রি ৫১০ পয়েন্ট পেয়েযাবেন। তা Redeem করে ২৫০mb নিতে পারবেন যার মেয়াদ ৩ দিন।
এবার কিছু Screenshots দেখিঃ


দেখুন আমি পেয়েছি।




আমার ২য় সিমের প্রুভঃ


আপনাদের পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।


Post a Comment