COVID-19 ভাইরাসের আতঙ্কিত না হয়ে নিজে সচেতন হই অন্যকে সচেতন করি .লোকজনের সমাগম এড়িয়ে চলি | ঘন ঘন দুই হাত সাবান দিয়ে পরিষ্কার করি।


নোটিশ :COVID-19 ভাইরাসের আতঙ্কিত না হয়ে নিজে সচেতন হই অন্যকে সচেতন করি .লোকজনের সমাগম এড়িয়ে চলি | ঘন ঘন দুই হাত সাবান দিয়ে পরিষ্কার করি।আরো ভালোভাবে জানতে আমাদের ফেইসবুক পেজ এ যান। এখানে ক্লিক করুন=>

Wednesday, July 11, 2018

(ফ্রি ইন্টারনেট)(নতুন পদ্ধুতি)গ্রামীণফোন সিম দিয়ে ইমো,ফেসবুক,হোয়াটস-আপ সহ সব কিছু ফ্রিতে ব্যাবহার করুণ,কোনো প্রকার এম্বি ছাড়া…!(স্পিড কম)

আসসালামু-আলাইকুম
“ফ্রি ইন্টারনেট” কথাটি শুনলেই আমাদের মন ভালো হয়ে যায়,কারণ একটি “ফ্রি ইন্টারনেট” একজন ইন্টারনেট ব্যাবহারকারীদের কতটা আনন্দ দিতে পাড়ে তা আমরা সবাই জানি।
তাই আজকের এই টিউটোরিয়াল-এ আমি দেখাবো কিভাবে আপনার “জিপি সিমে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ব্যাবহার করবেন”(স্পিড কম)
বিঃদ্রঃএই ফ্রি ইন্টারনেট টিউটোরিয়াল এর মাধ্যমে Imo,What’sApp,Viver,Facebook etc. এপ্স গুলো নিশ্চিন্তে ভালো স্পিডে ব্যাবহার করতে পাড়বেন আজীবন।
তো চলুন শুরিও করা যাকঃ
প্রথমে নিচের এপ্স দুটি ডাওনলোড করুনঃ
এরপর আপনার ফোনের এম্বি কানেকশন বন্ধ করে ফেলুন বন্ধ করতে ডায়াল করুণ *121*3*7*3# ডায়াল করে আপনার ইন্টারনেট প্যাক বন্ধ করে নিন।আবার *5000*55# করে ইজিনেট চালু করুন।অতঃপর আপনার ফোনটি  রিস্টার্ট
এরপরে নতুন একটি APN তৈরী করুণঃ

এই APN দিয়ে না চললে নিচেরটি ট্রাই করুণঃ

এরপরে TRICKCITY-VPN টি ওপেন করুণঃ

এবার অবস্যই ফোনে ২ এম্বির মতো রেখে এপ্সটি ওপেন করুন(অর্থাৎ প্রথমবার কানেক্ট করতে এম্বি লাগে)
এখন Server অপশণে ক্লিক করুণঃ

এবার আপনি যেকোনো একটি সার্ভার সিলেক্ট করুণঃ

এখন কানেক্টে ক্লিক করুণ,এবং ৫-১০ সেকেন্ড অপেক্ষা করুণ।দেখবেন কানেক্ট হয়ে গিয়েছেঃ


কিছু রুল অবস্যই পড়ুনঃ
  •  প্রথমবার কানেক্ট করতে এম্বি লাগবে।
  • পরবর্তীতে কানেক্ট করতে এম্বির প্রয়োজণ নেই।
  • অবস্যই ইজিনেট চালু রাখবেন এবং ফোন রিস্টার্ট এর পড় ইওজ করবেন।
  • ভালো স্পিড পেতে FireFox Focus এপ্সটি ইওজ করুণ।
  • আর হ্যাঁ এই ফ্রি নেট টি বন্ধ হওয়ার ভয় নেই☺

  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment