COVID-19 ভাইরাসের আতঙ্কিত না হয়ে নিজে সচেতন হই অন্যকে সচেতন করি .লোকজনের সমাগম এড়িয়ে চলি | ঘন ঘন দুই হাত সাবান দিয়ে পরিষ্কার করি।


নোটিশ :COVID-19 ভাইরাসের আতঙ্কিত না হয়ে নিজে সচেতন হই অন্যকে সচেতন করি .লোকজনের সমাগম এড়িয়ে চলি | ঘন ঘন দুই হাত সাবান দিয়ে পরিষ্কার করি।আরো ভালোভাবে জানতে আমাদের ফেইসবুক পেজ এ যান। এখানে ক্লিক করুন=>

Friday, February 8, 2019

আপনার এন্ড্রয়েড ফোনের জন্য নিয়ে নিন ইতিহাসের সেরা রেসিং গেম | এই গেমটি খেললে কিনা আপনার অন্য কোন গেম খেলার ইচ্ছাই করবে না।

বন্ধুদের সবাইকে আসসালামু আলাইকুম ,
সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন। আর আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড্রয়েড ফোনের জন্য অসাধারণ একটি রেসিং গেম। গ্যারান্টি দিতে পারি এই গেমটি খেললে আপনার অন্য কোন গেম খেলতে ইচ্ছে করবে না। এই সুপার গেমটি 50 মিলিয়ন Android ফোনে ইন্সটল করা আছে। তার মানে বুঝতেই পারছেন 50 মিলিয়ন মানুষ এই গেমটি খেলে থাকেন। তাহলে গেমটি কেমন হবে তা আর বলা লাগবে না। নিজেরাই বুঝে গেছেন নিশ্চয়ই কি অসাধারণ গেমটি হবে।
 গেমটির নাম: Need for Speed™ No Limits। 
গেমটির সাইজ: ১ জিবি যারা কম্পিউটারে এই গেমটি খেলেছেন তাদের আর নতুন করে এই গেম সম্পর্কে বলতে হবে না। একটি সময় ছিল যখন এই গেমটি খুব জনপ্রিয় ছিল। এখন অ্যান্ড্রয়েড এর যুগ তাই গেমটি এখন খেলা যাবে অ্যান্ড্রয়েড ফোনে। এই গেমটি এর আগেও অ্যান্ড্রয়েড ফোনে ছিল কিন্তু নিদিষ্ট লেভেল ছিল। আমি আপনাদের এখন শেয়ার করব আবার নতুন করে তবে এই
গেমটিতে কোন নিদিষ্ট লেভেল নেই বলা চলে একদম আনলিমিটেড।
গেমটির কিছু ফিচার।
এই গেমটিতে আপনি ইচ্ছামত গাড়ি নিতে পারেন।
এখানে অনেক রকমের ষ্টাইল গাড়ি এবং নানান রকমের কালার রয়েছে।
আপনার যেটি ইচ্ছা সেটি নিয়ে খেলতে পারেন।
আরও মজার কিছু রয়েছে যেমন এইখানে আপনি পাবেন অনেক লোকেশন মানে আপনি যে কোন লোকেশন সিলেক্ট করে সেই লোকেশানে খেলতে পারবেন।
গেমটিতে অনেক ডেঞ্জার পয়েন্ট রয়েছে যা গাঁ শিওরে উঠার মত।
বলা চলে গেমটি একদম হার্টবিট।
এই অসাধারণ গেমটি যদি আপনি একবার খেলেন তাহলে আপনার গেমটি সারাদিন খেলতে ইচ্ছা করবে।
এবং অন্য বন্ধুদের এই গেমটি খেলতে উতসাহ যোগাবেন।
বন্ধুরে বুঝতেই পারছেন super hit game তাহলে আর দেরি কেন
এখনি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন আর খেলতে থাকুন।
গেমটি সম্পর্কে অনেক কিছুই তো বুঝলাম এখন কিছু স্ক্রীনশট না দিলে কেমন হয়।























বন্ধুরা আরেকটা কথা সেটা হলো যাদের ফোনে 512MB Ram এর থেকেও কম…
তারা প্লিজ এমবি নষ্ট করে গেমটি ডাউনলোড করবেন না।
আর যাদের ফোনে 512mb ram বা তার থেকে বেশি তারা ডাউনলোড করতে পারেন নিশ্চিন্তে সাপোট করবে গ্যারান্টি।
আশা করি পোস্টটি আপনাদের অনেক ভাল লাগবে যদি ভালো লাগে তাহলে একটি ভাল কমেন্ট করবেন ধন্যবাদ সব্বাইকে পোস্টটি পড়ার জন্য।

  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment